পথশিশু
ডাঃ জাহাঙ্গীর আলম
নিষিদ্ধ কামে জন্মায়ে মোরে
ঠিকানাহীন খামে ভরি,
মজা লুটা শেষে আমারে ফেলে
কইহে বাবা-মা রুপী নরনারী?
জান নাশিয়া জাত বাঁচাইয়া
তোরা সমাজে সাঁজিস কাতলা রুই,
তোদের খানদানি বীজে জন্ম আমার
তবে আমি বেজাত কিভাবে হই?
“সম্মান দিলে সম্মান পায়”,
শুনে আসছি সবে।
সম্মান যদি নাহি পাই,
দেই বলুন কিভাবে?
আপনার ছেলে সোনার টুকরো,
আপনার মেয়ে জান।
বাবা মা আমারও আছে,
মোর ও আছে প্রান।
তবে কেন এই বিভেদ,
এহেন অত্যাচার?
ক্ষমতা যদিওবা নেই আমার,
কিন্তু আছে বিধাতার।