প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ১০টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বেকার যুবকদের কমংসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এই
১) BTCL Job Circular 2020
পদের নামঃ সহকারী ম্যানেজার (কারিগরি)
পদ সংখ্যাঃ ৫০টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড
কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন্স (ইইসিই) বিভাগে ন্যূনতম স্নাতক ও সমমানের ডিগ্রি। তাছাড়া যারা গ্রেড পদ্ধতিতে পাশ করেছেন
তাদের জিপিএ ৫ (পাঁচ) স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ (চার) স্কেলে ২.৫০ থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান
গ্রহণযোগ্য নয়।
বয়সঃ ৩০.০৬.২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
আবেদন ফিঃ ১০০০ টাকা
আবেদন শেষঃ ৩০/০৬/২০২০।
আবেদনের লিঙ্ক: http://btcl.teletalk.com.bd/
২) ন্যাশনাল ইলেকট্রো- মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ এন্ড ট্রেনিং সেন্টারে চাকরি
পদ সমূহঃ বিভিন্ন পদ।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদন শেষঃ ২৮ জুন, 2020
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে দরখাস্ত পূরণ মাধ্যমে।
৩) সমন্বিত ২ ব্যাংকে চাকরি
পদঃ সিনিয়ার অফিসার (মেকানিক্যাল)
পদ সংখ্যাঃ ০৭ টা ।
আবেদন ফিঃ ২০০৳।
আবেদন শেষ ও ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ১০/০৬/২০২০।
ট্রাকিং পেজ ডাউনলোডের শেষ তারিখঃ ১৪/০৬/২০২০।
লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
৪) সমন্বিত ৫ ব্যাংক
পদঃ অফিসার (ক্যাশ)
পদ সংখ্যাঃ ১৫১১ টা ।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন শেষ ও ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ১০/০৬/২০২০।
ট্রাকিং পেজ ডাউনলোডের শেষ তারিখঃ ১৪/০৬/২০২০।
লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
৫) নন-ক্যাডার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
পদঃ বিভিন্ন পদ (৯ম- ১০তম গ্রেড)।
আবেদন শুরুঃ ০৮ জুন ২০২০
আবেদন শেষঃ ২৬ জুলাই ২০২০
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd
৬) Janata bank job circular 2020
পদের নামঃ সিনিয়র অফিসার (প্রকৌশল) ইলেকট্রিক্যাল/ টেক্সটাইল/ আর্কিটেকচার/ লেদার টেকনোলজি ।
পদ সংখ্যাঃ ০৯ টি।
আবেদন ফিঃ ২০০৳।
আবেদন শেষঃ ২৩/০৬/২০২০।
আবেদন লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
৭) পায়রা বন্দর কর্তৃপক্ষে চাকরি
পদের নামঃ বিভিন্ন পদ।
আবেদন শুরুঃ ১২/০৬/২০২০।
আবেদন শেষ তারিখঃ ০২/০৭/২০২০।
আবেদনের লিংক: http://ppa.teletalk.com.bd
৮) রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরি
পদঃ বিভিন্ন পদ
আবেদন শুরুঃ ০৭/০৬/২০২০।
আবেদন শেষঃ ১১/০৬/২০২০।
আবেদন করার লিংকঃ http://epb.teletalk.com.bd/
৯) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিটে চাকরি
পদের নামঃ বিভিন্ন পদ।
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীরা দরখাস্ত পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়ঃ ২ জুলাই ২০২০।
১০) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২০
প্রতিদিন সবার আগে সবশেষ সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইটটি Job N Style ভিজিটি করুন।