লেখক: Tonmoy Imran
দুইটা বানর হোজ্জার উঠানের পাশের আমগাছে বইসে সিগারেট টানতেছিল। এমন সময় হোজ্জার গাধা সেখানে ঘাস খাইতে খাইতে হাজির হইলো।
বানরের সিগারেট টানা দেইখা জিগাইলো- তোমরা কী খাও? বানর দুইটা তারে কইলো- এইটা একটা মূলা। যা টেনে খাইতে হয় আর নাক মুখ দিয়া
পবিত্র ধোঁয়া বের হয়।
হোজ্জার গাধার খুব মন খারাপ হইলো। হোজ্জা লোকটা ভালো মনিব, কিন্তু এমন মূলা তারে কোনোদিন খাওয়ায় নাই। দুইদিন মুখ ব্যাজার কইরে
সে হোজ্জাকে বহন করলো। হোজ্জা খেয়াল করলো গাধা তার উদাস হয়ে গ্যাছে। কাজেই জিগাইলো- কী ব্যাপার! প্রেমে পরছত?
সব শুইনে সেই সন্ধ্যায় হোজ্জা গাধার লেজে দড়ি লম্বা করে ঝুলায়ে দোয়া পইড়ে একটা প্রদীপ বিশেষ কায়দায় ঝুলায়ে ধরায়ে দিল। কায়দাটা এমন
করলো যাতে গাধা হাঁটলেও ওই প্রদীপ তার পিছে ঝুলতে থাকবে, কোন ক্ষতি হবে না।
গাধারে বললো- আপাতত ধোঁয়াওয়ালা পবিত্র মূলা দিতে না পারলেও, তোর লেজে পবিত্র আগুন বাইন্ধে দিলাম। দেখবি যেদিক দিয়া হাঁটতেছস
আলোকিত হয়ে যাইতেছে। এইটা ছিনায়ে নেয়া খুব সহজ। সবার হইলে তো তোর আর ডিমান্ড থাক্লো না, তাই না!
তারপর তার কানে কানে শিখায়ে দিলো এইটা বাকিরাও কিভাবে লেজে নিয়া রাতে ঘুরতে পারে। আর রাতে এই পবিত্র আলোতে তাদের কী কী
সুবিধা হইতে পারে। সবশেষে কৌশলে আগুন ছিনায়া নেবার ব্যাপারে গাধারে সাবধান করলো বারবার।
গাধা মনে মনে একটু চাঙ্গা হইলো। সে সন্ধ্যায় ওই গাছটার নিচে আবার গেল। দুইটা বানর বইসে যথারীতি সিগারেট খাইতেছিল। তারা গাধার লেজে
আলো দেখে অত্যন্ত অবাক হইলো।
তারা জিগাইলো- ওইটা কিরে!
গাধা উত্তর দিলো- পবিত্র আলো!
বানররা বললো, কেম্নে এমন ঝাক্কাস জিনিস পাইলি মামা!
গাধা তো অতো বোকা নয়। কাজেই সে কিছুতেই বলবে না।
বানররা বুদ্ধিমান। তাই প্রস্তাব দিলো- আচ্ছা আমরা পবিত্র মূলা তোরে দিমু। তুই আমাদের পবিত্র আলো লেজে জ্বালানোর শিক্ষা দিবি।
গাধা ভাবলো- পবিত্র আলো দিয়া সে কী বা করবে! সন্ধ্যার পর তো হোজ্জা সাধারণত বের হয় না। বরং পবিত্র মূলা থাকলে সে খাইতে পারবে,
ধোঁয়া ছেড়ে সময় কাটাতে পারবে। আর পবিত্র আলো জ্বলানোর উপায় শিখাইলেই যে তার কাছ থেকে হারায়ে যাবে, তাতো না।
তাই আগে সে বানরদের কাছ থেকে পবিত্র মূলা খাওয়া শিখে নিলো। পাশাপাশি এক প্যাকেট পবিত্র মূলা নিলো।
তারপর ফিসফিস করে শিখিয়ে দিলো পবিত্র আলো লেজে লাগানোর পদ্ধতি।
হোজ্জা যা তাকে যা শিখিয়েছিল তা হলো- লেজের গোড়ায় দড়ি দিয়া বাধা ঝুলন্ত প্রদীপের আগুন সরাসরি পাছায় লাগালেই লেজে অমন আগুন
জ্বলতে থাকবে। বানররা সেই মতো কাজ করলো। আগুন পাছায় লাগালো।
শিক্ষা: পরের পাছায় সর্বনাশের আগুন দেখেও অনেক সময় প্রাপ্তির লোভ হতে পারে। সেই লোভ নিজের পাছায় আগুন ধরানোর জন্য যথেষ্ঠ।