Department of military lands And cantonment Job Circular 2020 (dmlc job Circular 2020/সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি) has been published for Bangladeshi people. এছাড়াও প্রতিদিন সবার আগে সরকারি চাকরি, bd govt job circular, Bank Job Circular, NGO Job, Government job exam date, schedule ও সকল প্রকার পরীক্ষার ফলাফল সবার আগে আমাদের সাইটে পাবেন। তাই দেরি না করে নিদিষ্ট সময় শেষ হওয়ার আগেই আবেদন করে ফেলুন।
Job Type: Government Job, Permanent
Application: Offline
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে চাকরির নতুন সার্কুলার
১) পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা ও ইংরেজি)
পদের সংখ্যা: ২জন (১+১)
আবেদনের যোগ্যতা: যে কোন বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে। তবে বাংলায় ন্যূনতম ৩০০ নাম্বার এবং ইংরেজিতে ৩০০ নাম্বার থাকতে হবে। তৃতীয় বিভাগ কোন ফলাফলধারী আবেদন করতে পারবেন না।
২) সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি)
পদের সংখ্যা: ১+১ জন
যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান /গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে প্রথম শ্রণি বা দ্বিতীয় শ্রেণীর সমমানের রেজাল্টসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
৩) সহকারী শিক্ষক (গণিত)
পদের সংখ্যা: ১জন
আবেদনের যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
৪) সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)
পদের সংখ্যা: ১জন
যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নানতোকোত্তর পাশ হতে হবে।
৫) সহকারী শিক্ষা (ধর্ম)
পদের সংখ্যা: ১জন
যোগ্যতা: পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানসহ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতেকাত্তর পাশ হতে হবে।
৬) সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা)
পদের সংখ্যা: ১জন
যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি, কৃষি অর্থনীতি) বা ৩ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা থাকতে হবে।
৭) সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
পদের সংখ্যা: ১জন
যোগ্যতা: কম্পিউটারে ৩ বছরের ডিপ্লোমা।
৮) জুনিয়র শিক্ষক
পদের সংখ্যা: ১জন
যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
চাকরির আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফিঃ ৫০০/- টাকা।
আবেদন করতে হবে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২০।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে: http://www.dmlc.gov.bd/site/notices/2da38ae7-f228-4b89-b983-f6ecb9b0ad3e/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A6
Website: http://www.dmlc.gov.bd/