মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি / স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাকরি/ Home Ministry job/ Opportunity of Narcotics Control Job 2020 Department of Narcotics Control Job 2020 স্বরাষ্ট মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধীদপ্তর এর রাজস্বখাতের অর্ন্তভুক্ত শূণ্যপদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিদিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। To get latest bd govt job circular, Home ministry job circular, DNC Job circular, Bangladesh Home Ministry Job Circular 2020, Narcotics Jobs visit Job N Style regularly.
Job Type: Permanent Government job
Apply Process
Both male and female can apply this post
পদের নাম: ওয়ারলেস অপারেটর
পদের সংখ্যা: ৪৩জন
বেতন: ৯৩০০-২১৩১০/-
আবেদনের যোগ্যতা: যে কোন বোর্ড থেকে এসএসসি বা সমমানের পাস হতে হবে।
বি:দ্র: শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনিসিংহ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামটে, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর,
লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর,
ফরিদপুর, ঢাকা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, থুলনা, পাবনা, সিরাজগঞ্জ, মাগুড়া, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা,
মেহেরপুর, বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, যশোর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও , গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এমিত ও প্রতিবন্ধী প্রার্থীরা যে কোন জেলার হলেও আবেদনকরতে পারবেন।
আবেদনের পর অবশ্যই আবেদন কপিটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখবেন।
Application Start: 10 September 2020
Application Last Date: 30 September 2020
Job Circular Details: http://dnc.gov.bd/site/notices
Apply Process: http://dnc.teletalk.com.bd/
সবার আগে সবশেষ সরকারি চাকরির সকল নির্ভরযোগ্য তথ্য নিয়ে আমরা প্রতিদিন হাজির হই আপনাদের সামনে। এছাড়াও আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত হতে পারেন। পোস্টটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর
সুরক্ষা সেবা বিভাগ
৪১ সেগুন বাগিচা, ঢাকা-১০০০
ওয়েবসাইট: www.dnc.gob.bd
Email: dg@dnc.gov.bd