বিদেশ ভ্রমন, চাকরি, পড়াশুনার বা ব্যবসায়িক কাজে passport সবাইর প্রয়োজন হয়। অনেক প্রয়োজনের বিষয় জীবনে হঠাৎ হাজির হয়। একজন ছাত্র বিদেশে বৃত্তি পেয়ে যেতে পারেন, চাকরি জীবনে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে বা চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। তাই আগে থেকে পাসপোর্ট করাটা অত্যন্ত জরুরী। কারণ পাসপোর্ট ছাড়া আপনার বিদেশ ভ্রমন অমাবশ্যার চাঁদের মতো। আপনি চাইলেই ২-৩ তিন দিনের মধ্যে পাসপোর্ট করতে পারবেন, সেক্ষেত্রে টাকা বেশি লাগবে। অনেক ক্ষেত্রে বেশি টাকা দিয়েও কম সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় না। তাই আমরা আজকে আলোচনা করবো কিভাবে আপনারা পাসপোর্ট বিষয়ক অজানা বিষয়গুলো নিয়ে।
১ ই-পাসপোর্ট কবে চালু হবে?
উত্তরঃ ডিসেম্বর এর শেষের দিকে চালু হওয়ার কথা শিউর না (কয়েকবার ডেট চেঞ্জ হইছে)।
২ নাম ভুল,বয়স ঠিক নাই, মায়ের নাম, বাবার নামের সাথে সার্টিফিকেট, আইডির মিল নাই?
উত্তরঃ বয়স,নিজের নাম, বাবা-মায়ের নাম এর কারেকশন বন্ধ। শুধু স্পিলিং মিস্টেক হলে কারেকশন করা যাবে।
৩ আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ কি করব?
উত্তরঃ প্রতিবছরের জন্য 345/- জরিমানা অতিরিক্ত দিয়ে +নির্ধারিত ব্যাংক ফি 3450/6900/- জমা দিতে হবে।
৪ এড্রেস পরিবর্তন করতে চাই?
উত্তরঃ প্রেজেন্ট এড্রেস পরিবর্তন করা যায়, পার্মানেন্ট এড্রেস পরিবর্তন করলে আবার পুলিশ ভেরিফিকেশন হবে।
৫ আগের পাসপোর্ট বাদ দিয়ে নতুন করে করতে চাই?
উত্তরঃ ভুলেও এই কাজ করা যাবে না, এটা করলে সিস্টেম ধরবে আগের ফিঙারপ্রিন্ট এর সাথে ম্যাচ হবে।
৬ স্বামী-স্ত্রীর নাম সংযোজন কিভাবে করব?
উত্তরঃ ম্যারেজ সার্টিফিকেট সহ রি ইশুর আবেদন করতে হবে।
৭ পাসপোর্ট রি ইশু করতে কি কি লাগে?
উত্তরঃ পাসপোর্ট এর কপি,
আইডি কার্ড কপি /জন্মসনদ,
ব্যাংক স্লিপ, রি ইশু ফরম সব এক কপি করে ।
৮ প্রশ্নঃ আমার পাসপোর্ট এর মেয়াদ আছে আমি চাইলে কি মেয়াদ থাকা অবস্থায় রি ইশু করতে পারব ?
উত্তর -মেয়াদ থাকা অবস্থায় রি ইশু করতে পারবেন।
৯ প্রশ্নঃ টাকা ব্যাংক এ জমা দেয়ার পর কত দিন পর্যন্ত ভেলিড থাকে ?
উত্তর – একবার টাকা জমা হয়ে গেলে এই ভেলিডেটি কখনো নষ্ট হয় না তবে সাধারনত ৬ মাস সমস্যা হয় না । বেশি দেরি হলে ব্যাংক এ গিয়ে পুরাতন স্লিপ দেখিয়ে নতুন করে আনা যায়।
১০ প্রশ্নঃ আমার এন আইডি নাই আমি কি পাসপোর্ট করতে পারব ?
উত্তর – জন্ম সনদ দিয়ে আবেদন করা যায়।
১১ প্রশ্নঃ আমি পাসপোর্ট এর আবেদন জমা দিছি টানসেটিভ ডেলিভারী ডেট পার হয়ে গেছে এখনো এস এম এস পাই নি কি করব ?
উত্তর – অনলাইনে স্ট্যাটাস চেক করেন,পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে যোগাযোগ করেন।
১২প্রশ্নঃ কত দিনে নরমাল পাসপোর্ট পাওয়া যায় ?
উত্তর – সাধারণত ২১ দিনে পাওয়া যায় ,পুলিশ তদন্ত সাপেক্ষে
১৩প্রশ্নঃ আমি থাকি এক জিলায় অন্য জিলায় আমার স্থায়ী ঠিকানা তাহলে আমি যেখানে থাকি সেখানে পাসপোর্ট জমা দিতে পারব ?
উত্তর – জমা দিতে পারবেন এ ক্ষেত্রে দুই জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে।
১৪ প্রশ্নঃ পাসপোর্টটা চুরি হয়েছে, নতুন পাসপোর্ট করতে কি কি করা লাগবে?
উত্তরঃ- আগের passport নাম্বার দিয়ে জিডি করেন দেন পাসপোর্ট অফিসে জিডির কপি দেখালেই হবে রি ইশু করে দেবে। জিডি করবেন যে থানার অধিনে পাসপোর্ট হারিয়েছে ।
১৫ প্রশ্নঃ সার্টিফিকেট সহ সকল ডকুমেন্ট এ MD দেয়া আছে এখন কি mohammed দিয়ে করতে হবে ?
উত্তরঃ সার্টিফিকেট, আইডি কার্ড ,জম সনদ এ যেভাবে আছে সেভাবেই করবেন । MD থেকলে MD দেবেন আর mohammed থাকলে mohammed দেবেন।
১৬ প্রশ্নঃ- ছবি ,স্বাক্ষর পরিবর্তন করতে চাই ?
উত্তরঃ- রি ইশু করার সময় বললেই আপনার ছবি পরিবর্তন করে দেবে।
আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্ঠা করবো। আপনাদের সঠিক ও নির্ভুল তথ্য দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আশাকরি পোস্টটি আপনাদের ভাল লাগবে। আর লেখাটি আপনার উপকারে আসলে ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 |