বেজাত
রাজীব আহমেদ খান
সুখের পৃথিবীতে আজ দুঃখের দন্ড ভার
ছন্দহীনে দিন কাটে যার,
যে ছন্দ দিয়েই সুর কেটে মাধুকরী করে!
খুনীরাও খুন হয়,
শ্মশানও একদিন ঠিক মরে।
একটা লিঙ্গ কেটে বাদ দিলেই
মানুষ কেমন হিজড়া হয়ে যায়
আগে শুধু শকুনে পচা মানুষ খেতো
এখন তো মানুষও জলজ্যান্ত শকুন খায়!
রক্তের দাগ, কামের নাকি রজঃস্রাবের?
এক নজরেই বুঝতে পারেনা বেশ্যা!
চাঁদেরও মন খারাপ হয়
আমরা সান্ত্বনা-মাফিক বলে থাকি অমাবস্যা ।
এরপর, গল্পের মোড় পাল্টে যায়,
সুলভ চরিত্র ভিলেন হয়ে ওঠে হঠাৎ!
আমরা যাদুকর ভাবি…
ওরা হাতসাফ করে হয় বাজিমাৎ !
একএকটা রক্তলাল গোধূলিতে…
আজও ঘড়পোড়া গরুটার কেঁপে ওঠে পা!
ধর্ষকেরাও দুহাত তোলে প্রার্থনা করে,সত্যি বলতে_ মেয়েদের তো কোনো জাত হয়না গো “খোদা”!