সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ এক্সিলেন্স বৃত্তির সুযোগ রয়েছে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের জন্য।
ডিগ্রীর নামঃ মাস্টার্স ডিগ্রি
আবেদনের সময়সীমাঃ ১৫ ই ডিসেম্বর ২০১৯
অধ্যয়নের স্থানঃ সুইজারল্যান্ড
কোর্স শুরুঃ ২০২০ সালে
বৃত্তির সংক্ষিপ্ত বর্ণনাঃ সাধারণত ইটিএইচ জুরিখে দুটি বৃত্তির প্রোগ্রাম চালু আছে। একটি হলো এক্সিলেন্স স্কলারশিপ এন্ড আওয়ারচিনিটি প্রোগ্রাম
(ইউএসপি ) এবং এটিএচডি স্কলারশিপসহ ইটিএইচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে সমর্থন করে।
বৃত্তির আয়োজিত প্রতিষ্ঠান :সুইজারল্যান্ডের এটিএইচ জুরিখ
আবেদনকৃত প্রোগ্রাম : বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত স্নাতক ডিগ্রি প্রোগ্রাম।
বৃত্তির সংখ্যাঃ বিশ্ববিদ্যালয়ের তহবিলের উপর নির্ভর করে আয়োজন করা হয়।
আবেদনকারীঃ জাতীয় অথবা আন্তর্জাতিক ছাত্রসমূহ আবেদন করতে পারবে।
বৃত্তির সময়কালঃ এই বৃত্তির আওতায় সাধারণত জীবিত অথবা অধ্যায়ন খরচ সেই সাথে একটি টিউশন ফি মওকুফ করা হয়। এই দুটি বৃত্তি
সাধারণত স্নাতকোত্তর প্রোগ্রাম দ্বারা শুরু হয় এবং মাস্টার্স প্রোগ্রামে এর আওতায় তিন থেকে চার সেমিস্টার পর্যন্ত শেষ হয়।
বৃত্তির যোগ্যতাঃ
১.এই বৃত্তির জন্য তাদের নিজ দেশীয় শিক্ষাথী থেকে শুরু করে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
২.সেই সাথে তাদের পূর্ববর্তী ডিগ্রিতে গ্রেড এ সহ ১০ % মার্ক থাকা বাধ্যতামূলক।
৩.আবেদনকারীকে অবশ্যই একটি নির্দিষ্ট টেলিফোন নাম্বার প্রদান করতে হবে এবং উক্ত নাম্বারে নির্বাচন প্রক্রিয়া অনুসারে ফেব্রয়ারিতে স্কাইপি
সাক্ষাৎকারের জন্য তৈরী থাকতে হবে।
আবেদনের নির্দেশনাঃ আবেদনকারীকে অবশ্যই এটিএইচ জুরিখের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। বৃত্তির আবেদনকৃত ফরম
এবং সংশিষ্ট কাগজপত্র ১৫ ডিসেম্বর ২০১৯ সালের আগেই জমা দিতে হবে।
আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন নিচের লিংকটি থেকে।